হাবি-জাবি হাবি-জাবি

হাবি-জাবি হাবি-জাবি

 

অনেক দিন ধরে বাংলাই লিখা হয় না। অাস্তে অাস্তে ভুলেই যাচ্ছি নিজের অজান্তে লিখিত বাংলা। হাতে লিখলে অবশ্যই অারো দ্রুত লিখবো, কিন্তু, এক অনেক শব্দের বানান ভুলে গিয়েছি, অার দুই অামরা এই ভাবে অাসোলে কথাও বলিওনা। যোদিও বাংলা নাটোকে অামাদের চলিত বাংলার অনেক চল হয়েছে, কিন্তু লিখিত বাংলাই কতটুকু আমরা চলতে পেরেছি ঠিক ধারণা নেই। বাংলাই লিখা বেশ কঠিন ই লাগছে। রোমান অক্ষরে লিখলে এই সময়ে এক পৃষ্ঠা লিখে ফেলতাম অনেক আরামে। নিজের লিখা পরে নিজের ই বুঝতে কষ্ট হচ্ছে, এক বাক্যের সাথে অারেক বাক্যের কোন সম্পর্কই পাচ্ছি না। কিছু দিন পরে লিখা শুরু করলে হইতো এই টুকুও লিখতে পারবো না। সেই চিন্তা করে, যুক্তরাষ্ট্র অাসার এক বছর হওয়ার সময়, অামার হাবি-জাবি চিন্তা এবং অভিজ্ঞতা কে এই বিশাল ইন্টারনেট এ কিছু জায়গা দেওয়ার চিন্তা করলাম।

 

অাগে থেকেই পাঠক কে সাবধান করে দেয়া উচিৎ যে, লেখক এর অানেচ্ছাকৃত ভাবে এক বার ই জীবনে পরিক্ষায় ফেল অাছে এবং তা বাংলায়। সুতরাং পাঠক এর লেখক থেকে বেশি অাশা করা, লেখক এর প্রতি অবিচার। যদিও পড়ালিখাই নিয়মিত বাংলা লিখা বন্ধ হয়েছে কলেজ এর পর পরই, সেইটা এখন দীর্ঘ ৭ বছর অাগের কথা। সিঅারবিএলপি <http://www.bracuniversity.net/research/crblp/&gt; তে কাজের তাগিদে কিভাবে কম্পিউটারে বাংলা লিখতে হয় সে ধারণা থাকলেও, লিখার অভ্যাস টা ৭ বছর অাগেই শেষ।

 

অাজকের পোষ্ট টা ‘হাবি-জাবি’ সিরিজ এর সূচনা। অাশা করি অাগামীতে কোনো একটা বিষয় নিয়ে লিখার চেষ্টা করবো।

 

ইতি,

নওশাদ

 

 

যেই সব শব্দ নিয়ে সন্দেহ আছে: হাবি-জাবি, যোদিও, তাগিদে, সফ্টওয়্যার

 

যেই শব্দ অনেক দিন পরে ব্যবহার করলাম: চল, নিয়মিত, বাক্য, তাগিদে, সূচনা, বিষয়, ইতি, নওশাদ, বিঃদ্রঃ, যুক্তরাষ্ট্র

 

বিঃদ্রঃ সিঅারবিএলপি তে থাকার সময় অামি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলিটারেসেন নিয়ে কিছু কাজ করেছিলাম। কাজটা হল রোমান অক্ষরে বাংলা লিখবো আর সেইটা বাংলাই রূপান্তর হয়ে যাবে। বিশেষ করে যুক্তঅক্ষর লিখার জন্য সফ্টওয়্যার টা (পাতা) খুব ই কাজের। আমার এই লিখা গুলোর মধ্যে অনেক টুকুই ওইটাতে লিখা। কিন্তু সফ্টওয়্যার টা (পাতা) এখনো সাধারণ মানুষ এর ব্যবহার যোগ্য না। কোনো সফ্টওয়্যার ইন্জিনিয়ার যোদি আগ্রহী হন তাহলে দেখতে পারেন:

http://www.naushadzaman.com/pata.html

 

কৃতজ্ঞতা প্রকাশ: পাতা বাদে অন্য যে সফ্টওয়্যার অামার লিখার কাজে ব্যাবহার করেছি তা হলো, রাইয়ান কবির ভাই এর ম্যাক অপারেটিন্গ সিস্টেম এ বাংলা লিখার সফ্টওয়্যার

http://ekushey.org/?page/mac_download

Tags: ,

Leave a comment